As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 264

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি বিবাহের পূর্বে আমর হবু স্ত্রিকে কথা দিয়ে ছিলাম বিবাহের পর তাকে আমি শহরে রাখব কিন্তু আমি এখন বাড়ী তৈরী করার আশা পোষন করায় আমার আব্বা আম্মা গ্রামের জমিতেই বাড়ী করার জন্য বলছেন কোনভাবেই আমি শহরে বাড়ী করি তিনারা চান না এখন আমার স্ত্রিও নাছোড় বান্দি কোনভাবেই ওনি গ্রামে থাকবেন না, আমার তেমন সামার্থও নাই যে দুইটা বাড়ি করবো এখন আমি না পারছি স্ত্রির সাথে কৃত ওয়াদা রক্ষা করতে না পারছি আব্বা আম্মা কে কষ্ট দিতে। কুরআন হাদিসের আলোকে যদি জানাতেন আমার এখন করণীয় কি? তবে আমি অনেক উপকৃত হতাম।

উত্তর

আপনার যদি শহরে বাড়ি করার সামর্থ না থাকে তাহলে সেখানে বাড়ি ভাড়া নিতে পারেন। পিতা-মাতাকে বুঝাতে থাকুন। দোয়া করুন। ইনশাআল্লাহ সমস্যা দূর হয়ে যাবে।