As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2634

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 Apr 2013

প্রশ্ন

আমার নাম আফজালী আমার প্রশ্ন আমার যখন ৪ বচর বয়স তখন আমার বাবা মা মধ্য বিচ্চেদ হয়ে যায়। ৭ বছর পর আমার মাকে আমার নানী আবার বিয়ে দেয়। আমার মায়ের নতুন স্বামি আগের বউ মারা গেছে উনার ৪ সন্তান। আমি কি আমার মায়ে নতুন সামি মেয়ে কে বিয়ে করতে পারবো। যেহেতু আমার সাথে তাদের কোন রক্তের সমপ্ক নাই এবং আমার বাবা মা আর তার বাবা মা ও এক না। আমরা একে ওপর কে পচন্দ করি
এখন ইসলাম কি বলে?
এটা কি জায়েয। আমাকে ব্যাখা করেন। ০১৯১৫৮৩৯৩৩৩

উত্তর

হ্যাঁ, আপনি আপনার মায়ের বর্তমান স্বামীর আগের স্ত্রীর মেয়েকে বিবাহ করতে পারবেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।