আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2624

হাদীস

প্রকাশকাল: 6 এপ্রিল 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আপনাদের কাছ থেকে অনেক প্রশ্নের উওর জেনে উপকৃত হচ্ছি। আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ আপনাদের উত্তম প্রতিদান দিক, আমিন। আমার আজকের প্রশ্নঃ
১। বিভিন্ন হাদিসের মাধ্যমে জানা যায়, মোহাম্মদ সাঃ জান্নাতে এবং জাহান্নামে থাকা ব্যক্তিদের কথা বলা হয়েছে। আমি জানতাম কেয়ামতের পর হাশরের দিন সবার এক সাথে বিচার হবে তারপর জান্নাত বা জাহান্নাম হবে। আমার জানা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে মোহাম্মদ সাঃ কিভাবে জান্নাতে বা জাহান্নামে ব্যাক্তিদের কে দেখেছেন? না কি প্রত্যেকের বিচার কি আলাদা ভাবে কেয়ামতের আগেই হয়েগিয়েছিল বা তারা জান্নাতে বা জাহান্নামে চলে গেছে? ২। আদম আঃ ও মা হাওয়া ছিল জান্নাতে। তাহলে শয়তান কিভাবে তাদেরকে ধোঁকাদেওয়ার জন্য জান্নাতে ডুকলো? কেউ বলেছিল সাপের মাধ্যমে ডুকছে? এটা কিভাবে সম্ভব? নাকি শয়তান জান্নাতে ডুকতে পারত? আবার কেউ বলেছে জান্নাতের দরজায় শয়তান ছিল আর মা হাওয়া কাছে ফলটি দিয়েছিল। যদি এটা হয়ে তাহলে শয়তান কিভাবে ফলটি গাছ থেকে নিয়ে আসলো? কারন গাছটিতো জান্নাতে ছিল।

উত্তর

মানুষ মারা যাওয়ার পরই মূলত কে জান্নাতে যাবে আর কে জান্নাত যাবে চুড়ান্ত হয়ে যায়। বাকী থাকে শুধু আনুষ্ঠানিকতা। বলা যায় জান্নত বা জাহান্নামে মানুষের কি অবস্থা হবে তার একটা ছবি রাসূলুল্লাহ সা. কে দেখানো হয়েছিল। চুড়ান্ত হিসাব নিকাশ পরই হবে। শয়তান তখন জান্নাতে যেতে পারতো। সাপের পেটের ভিতর যাওয়া বা এ জাতীয় কথা ভিত্তিহীন।