As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2614

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Mar 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম আমি জানতাম যে মুসলিম পুরুষদের জন্য রেশমি পোশাক পরা হারাম কিন্তু বর্তমানে শুনলাম যে মুসলিম পুরুষদের জন্য লাল রঙ ও হলুদ রঙ পরা হারাম – এই কথা কি সত্যি?
পুরুষদের জন্য রেশমি পোশাক, লাল রঙ ও হলুদ রঙ পরা হারাম হওয়ার কারন গুলো জানালে উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রেশমী পোশাক পুরুষদের জন্য হারমা। আর লাল বাদে অন্য কোন রঙের কাপড় ব্যবহারে কোন সমস্যা নেই। লাল কাপড় ব্যবহার করতে হাদীসে রাসূলুল্লাহ সা. নিষেধ করেছেন। عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : نَهَى رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ عَنِ الْمُفْدَمِ. ইবনে উমার থেকে বর্নিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সা. আমাদেরকে লাল রঙের কাপড় পরতে নিষেধ করেছেন। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৩৬০১। হাদীসটি সহীহ। এই কারণে অধিকাংশ ফকীহ শুধু লাল রঙের পোশাক পরা পুরুষের জন্য মাকরুহ বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। হলুদ রং-এ কোন সমস্যা নেই। হারাম হওয়ার কারণ আল্লাহ ভাল জানেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।