আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 260

বিবিধ

প্রকাশকাল: 16 অক্টো. 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম স্যর আমার প্রশ্ন হলো কুরআনে কেনো আল্লাহার নামের সঙ্গে পুরুষ লিঙ্গ বাচক শব্দ ব্যবহার করা হয়েছে । যেমন সুরা ইখলাশ আয়াত নং ১

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। স্ত্রীবাচক শব্দ না হলে আরবী ভাষাষ পুরুষবাচক সর্বনামই ব্যবহৃত হয়।