আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 256

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 অক্টো. 2006

প্রশ্ন

কোনো হিন্দু উর্ধতন কর্মকর্তার অধিনে মুসলমান অধঃস্তন কর্মকর্তা চাকুরি করলে,মুসলমান কর্মকর্তা সেই হিন্দু উর্ধতন কর্মকর্তাকে কিভাবে সন্মান করবেন। উল্লেখ্য আমরা মুসনমানের ক্ষেত্রে সালাম দিয়ে থাকি। তাহলে হিন্দুর ক্ষেত্রে কি করব?

উত্তর

এক্ষেত্রে আপনি শুভ সকাল, শুভ সন্ধা, আদাব এজাতীয় শব্দ বলতে পারেন।