As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2530

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 Jan 2013

প্রশ্ন

(১) হুজুর আস সালামুআলাইকুম আমার প্রশ্ন হচ্ছে আমি যদি জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে যদি কোন কিছু চাই (যেমন, শয়তান, পীর, মাজার ইত্যাদি) তাহলে তো অবশ্যই আমি ঈমান হারা হয়ে যাবো বা গেলাম, তাহলে এখন আমি আবার কিভাবে নতুন করে ঈমান আনবো?
(২) আমরা যে, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক বাংলায় অনুবাদকৃত হাদিস সমূহ দেখি বা পড়ি সেগুলোর হাদিস নম্বর এবং মূল সহী হাদিস গ্রন্থে লিপিবদ্ধকৃত হাদিস সমূহের হাদিস নম্বর কি একই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নতুন করে ঈমান আনতে হবে না। ভালভাবে খাঁটি মনে তওবা করতে হবে। ২। যারা হাদীসের কিতাব লিখেছেন তারা কেউ নাম্বার দেন নি। পরবর্তীরা নাম্বার দিতে গিয়ে একটু কম-বেশী করে ফেলেছেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।