আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 249

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 অক্টো. 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম! ১ নং প্রশ্ন: আমার নাম শিশির, এখন এই নামটা আমি পাল্টাতে চাচ্ছি।মুহাম্মদ আল আব্দুল্লাহ আমার কি কি করতে হবে? আর যেই নামটা (মুহাম্মদ আল আআব্দুল্লাহ) বললাম সেটা কি রাখা যাবে? অনেকে বলেছেন যে ছেলে আর বাবা ( আমাদের রসুল আর তার পিতা) নাম একসাথে!! আর ২ নং প্রশ্ন: আমি শেইখ সুদাইস কে সালাতে শেষ বইঠকে শাহাদত আংগুলি নাড়াতে দেখলাম, এটা কি সহিহ? আর সহিহ হলে আমার নজর কি আমি আংগুলের দিকে রাখবো না সিজদাহর জায়গায়। আর অনেকে বলছেন যে, তুমি আংগুল নাড়ালে পাশের মুছল্লির নামাজের সমস্যা হবে। মানে অর চোখ ও আমার আংুলের দিকে আসবে। হুজুর দয়া করে একটি মাসনুন পদ্ধতি বলুন। জাজাকাল্লাহ খইর!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাহাবী ওয়াইল ইবনে হুযর বলেন, عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَدْ حَلَّقَ الإِبْهَامَ وَالْوُسْطَى ، وَرَفَعَ الَّتِي تَلِيهِمَا ، يَدْعُو بِهَا فِي التَّشَهُّدِ আমি রাসূলূল্লাহ সা. কে দেখেছি, তিনি বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা আঙ্গুলি এক সাথে করে গোলাকার করলেন এবং ঐ দুই আঙ্গুলির সাথে যুক্ত আঙ্গুলিটি (শাহাদাৎ আঙ্গুলি) উচুঁ করলেন এবং তা দ্বারা তাশাহুদের মধ্যে দোয়া করলেন। সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৯১২। হাদীসটি সহীহ। সহীহ মুসলিমসহ বিভিন্ন কিতাবে এমন অর্থের অনেক হাদীস বহু সাহাবী থেকে বর্ণিত আছে। কোন কোন হাদীসে আঙ্গুল নাড়ানো বা নাড়ানোর কথা আছে। এর মধ্যে না নাড়ানোর হাদীসটি সহীহ বলে মনে হয়। হাদীসটি আছে সুনানে আবু দাউদ হাদীস নং ৯৮৯, সুনানু নাসায়ী,হাদীস নং ১২৭০্ । মোট কথা ইশারা করার কথা সহীহ হাদীস দ্বারা প্রমানিত, তবে কখন থেকে ইশারা শুরু করবে, কিভাবে করবে সে ব্যাপারে সর্বাক্যমতে সহীহ কোন দলীল পাওয়া যায় না, এ কারণে ইশারার ধরন নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। সুতরাং যেভাবেই করুন আপনার ইশারার সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইশারার একটি সুন্নাত পদ্ধতি পুরো বৈঠকে শাহাদাৎ আঙ্গুলি উচুঁ করে রেখে আঙ্গুল না নাড়িয়ে ইশারা করা। আর আপনি মুহাম্মাদ আব্দুল্লাহ নাম রাখতে পানের কোন সমস্যা নেই।