As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2472

সফর

প্রকাশকাল: 5 নভে. 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। মুসাফিরের হওয়ারর শর্ত ও হুকুম বিস্তারিত জন্তে চাই? আমার বোনের বাসা ৫০ কিঃমি দূরে, আমি কি মুসাফির হব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিজ বাসস্থান থেকে ৭৮ কি. মি. বা তার চেয়ে কোন স্থানে সফর করার ইচ্ছা করে বাড়ি থেকে বের হয়ে নিজ এলাকার বাইরে গেলে সে মুসাফির। চার রাকআত বিশিষ্ট নামাযগুলো একা একা পড়লে দুই রাকআত আদায় করতে হবে। যেখানে যাচ্ছে সেখানে যদি ১৫ দিনের কম থাকার নিয়ত করে তাহলে সেখানেও একা একা নামায পড়রে দুই রাকআত পড়বে। ইমামের পিছনে সর্বাবস্থায় পূর্ণ নামায আদায় করবে। ১৫ দিনের বেশী থাকার নিয়ত করলে ঐ স্থানে সে মুসাফির হিসাবে গন্য নয়। সুতরাং একাকীও তখন পূর্ণ নামায পড়বে। মুসাফির অবস্থায় রোজাও না রাখার সুযোগ আছে, তবে পরে রাখতে হবে। বিস্তারিত 01762629405