As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2450

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 14 অক্টো. 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম,
১। কবরে সালাম দিলে কী কবরস্থ ব্যক্তি সালাম শুনতে পান? যদি সালাম শুনেই থাকেন তবে কী কবরস্থ ব্যক্তি সালামের জবাব দেন?
২। শুক্রবারে আছর সালাতের পর সাতবার আয়তুল কুরসি পড়লে বিশেষ ফযিলত আছে কী? যদি বিশেষ কোন ফযিলত থাকে দলিলসহ বিস্তারিত জানালে খুশি হবো। (প্রসঙ্গত: উল্লেখ্য যে, প্রতি সালাতের পর আয়তুল কুরসি পড়ার ফযিলতের বিষয়ে আমি অবগত আছি, শুধুমাত্র শুক্রবারে আছর সালাতের পর সাতবার আয়তুল কুরসি পড়লে বিশেষ ফযিলতের বিষয়ে জানতে চাচ্ছি)। মাআসসালাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা.যেহেতু সালাম দিতে বলেছেন সেহেতু শুনতে পান বলেই মনে হয়্ ২। আপনার যতটুকু অবগত আমিও ততটুকু। শুক্রবারে আসরের পরে আয়াতুল কুরসী পড়ার বিশেষ কোন ফজিলত আমার জানা নেই।