As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2438

বাতিল ফিরকা

প্রকাশকাল: 2 Oct 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলিম উম্মাহ হানাফি মাযহাবের আনুসারি। কিন্তু বর্তমানে সালাফি আলেম বা প্রচলিত আহলে হাদিস আলেমরা বলে যে মাযহাব মানতে হবে নাহ। তাদের কিছু কিছু ফতোয়ার জন্য মুসলিম উম্মাহর মাঝে বিভ্রান্তি হচ্ছে। এখন আমাদের কি করা উচিত। উত্তর টা জানালে উপকৃত হব আমাদের সমাজে এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে বুঝাতে হবে যে, মাযহাব মানার অর্থ কুরআন-হাদীস না মানা নয়। বরং কুরআন হাদীস যারা পরিপূর্ণ রুপে বুঝতে অক্ষম তারা অন্য কোন আলেমকে অনুসরন করে কুরআন-হাদীস মানার নাম মাযহাব। এ অর্থে আহলে হাদীসরাও আহলে হাদীস মাজহাবের অনুসারী। কারণ তাদের অধিকাংশ বাংলা শিক্ষিত, তাদের কোন আলেমের কথা তারা ছড়িয়ে বেড়ায়। আর যদি তারা বলে তারা মাজহাব নয় তাহলে অন্যরাও মাজহাব নয়। তারাও সহীহ হাদীসই মানে। যেমনি ভাবে আহলে হাদীসরা মানে। বিস্তারিত জানতে 01734717299

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।