ক্যাটাগরি
প্রশ্নোত্তর 2423
সকালে এবং বিকালে যে যিকির করতে হবে, এখানে সকাল বলতে কি ফজরের পরের সময় এবং বিকাল বলতে কি আসরের পরের সময় নাকি মাগরিবের পরের সময় বুঝানো হয়েছে। সকালের জিকির যদি ফজরের সুন্নত নামাযের পরে করা হয় তাহলে কি সমস্যা আছে নাকি। সুন্নত নিয়ম বলবেন।
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সকালের যিকিরগুলো ফজরের পর পড়া যাবে। সুবহে সাদিকের পর ফজরের আগেও পড়া যাবে, যদি নির্দিষ্টভাবে ফজরের পর পড়ার কথা হাদীসে না থাকে। বিকেল দ্বারা উদ্দেশ্যে মূলত সন্ধ্যার পর, মাগরিবের নামাযের পর পড়তে হবে।