As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 240

প্রশ্ন

বিভিন্ন ইসলামি দল ইউনিওয়ান ও উপজেলা নির্বাচনে মহিলা প্রর্থী মননয়ন দিচ্ছে….যদিও তারা পর্দা মেনে চলছে। তার পরোকি বর্তমান এটা জায়েয

উত্তর

এ বিষয়ে বিতর্ক আছে। তবে আমরা মনে করি মহিলাদের এই ধরনের নির্বাচন থেকে বিরত থাকা দরকার। কারণ পর্দা শুধু দেহের নয়, মনের পর্দাও রক্ষা করা জরুরী। একজন মহিলা নির্বাচন করলে বা নির্বাচিত হলে প্রধানত পুরুষদের সাথই তার কাজকর্ম করতে হয়। আর পুরুষদের সাথে একসঙ্গে কাজ করার মারত্নক ফল আমাদের সকলেরই জানা। শুধু দেহের পর্দা দ্বারা এই কুফল রোধ করা যাবে না। তাই আমরা মনে করি এটা জায়েজ নেই।