আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 237

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 23 সেপ্টে. 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি আপনার একজন ভক্ত পাঠক। আল্লাহ স্বপ্নে একবার আপনার সাথে দেখা করার সুযোগ দিয়েছেন। বর্তমানে আমি কানাডার টরন্টো শহরে পরিবার সহ বসবাস করছি। টাখনুর নিচে কাপড় পরিধান করা হারাম সংক্রান্ত একটি হাদিস ফেসবুক/মুফতি আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য থেকে নজরে আসায় আমি অনেক আগে থেকেই হাদিসটি আমল করার চেষ্টা করেছি। শীতপ্রধান এই দেশে যেখানে মাইনাস ৩০/৪০ ডিগ্রি তাপমাত্রা থাকে, এক দেড় ফুট উচু স্নোতে রাস্তা ভরে থাকে, শরীরের কোন অংশ খোলা রেখে বাহির হওয়া যায় না, এখানে টাখনুর উপরে কাপড় পরিধানের হাদিস কিভাবে আমল করব? আর পায়ে মোজা থাকলে এটার বিধানই বা কি হবে? দয়াকরে জানাবেন ইনশাআল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার আন্তরিকতা ও তাকওয়া-প্রচেষ্টার জন্য আপনাকে মুবারকবাদ। আল্লাহ আপনার চেষ্টা কবুল করুন। পায়ের আবরণ হিসেবে অবশ্যই মোজা পরবেন। মোজা টাখনু আবৃত হলে বা আরো উপরে হলে কোনোই অসুবিধা নেই। শীতের দেশের জন্য উপযোগী যে কোনো মোজা আপনি পরতে পারেন। তবে মোজা পরার পরেও প্যান্ট বা পাজামা টাখনুর উপরে রাখতে হবে।