As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2368

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 Jul 2012

প্রশ্ন

সকলে মিলে টাকা দিয়ে WiFi আনলে, অন্য কেউ যদি WiFi দিয়ে খারাপ কাজ করে, তাহলে আমার কোনো পাপ হবে কিনা?

উত্তর

যে খারাপ কাজ করে তাকে সবাই মিলে সেখান থেকে বের করে দিবেন। তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। আর যদি অন্যদের অগোচরে করে তাহলে তার জন্য অন্যরা দায়ী হবে না ইনশাআল্লাহ।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।