As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 2362
কিভাবে আমল করলে মৃত মানুষের কাছে দুআ পোঁছে? মৃত স্বামীর জন্য স্ত্রী কি দুআ করবে আর ছেলে মেয়ে কি দুআ করবে।দুআ গুলো কি কি?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2362

প্রশ্ন

কিভাবে আমল করলে মৃত মানুষের কাছে দুআ পোঁছে? মৃত স্বামীর জন্য স্ত্রী কি দুআ করবে আর ছেলে মেয়ে কি দুআ করবে।দুআ গুলো কি কি?

উত্তর

দুআ করলেই তাদের কাছে পৌছে। দুআ করার জন্য কোন আমল করা জরুরী নয়। তবে ভাল কাজ করে দুআ করা উত্তম কাজ। মৃত স্বামীর জন্য স্ত্রী আর ছেলে মেয়ে মৃত ব্যক্তির মাগফিরাতের, ক্ষমার দুআ করবে, জান্নাত প্রার্থনা করবে। বিস্তারিত জানতে দেখুন শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত বইটি।