As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2355

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 Jul 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মসজিদে নামাজের পরে মালাদ ও দুআ মাহফিলের বৈধতা সম্পর্কে জানতে চাই এবং সেই সাথে জিলাপি, মিস্টি দেওয়া ও খাওয়ার হুকুম কি? সুন্নাতে খাতনা কে কেন্দ্র করে তাতে দাওআত খাওআর হুকুম কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুআ করতে তো বাধা নেই। তবে দুআকে কেন্দ্র করে খাওয়া-দাওয়া সুন্নাহ স্বীকৃত বিষয় নয়।সুন্নাতে খাতনাও না করা উচিত। এই ধরণের অনুষ্ঠান ইসলাম কর্তৃৃক স্বীকৃত নয়্। বিস্তারিত জানতে দেখুন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত এইইয়াউস সুনান বইটি।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।