As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 235

প্রশ্ন

আসসালামুআলাইকু ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্নএকজন মহিলা সন্তান প্রসাব করলে তাকে কত দিন পর নামায আদায় করতে হবে? ৪১ দিনে নাকি তার আগে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সন্তান প্রসাব করার পর রক্ত থেকে পবিত্র হলেই সে নামায আদায় করবে। পবিত্র হওয়ার পর থেকেই তার উপর নামায ফরজ। ৪০দিন অপেক্ষা করা যাবে না। তবে যদি ৪০দিনে পবিত্র হয় তাহলে ৪০ দিন পর নামায আদায় শুরু করবে। আর ৪০ দিন পরেও যদি রক্ত অব্যাহত থাকে তাহলেও ৪০ দিন পর থেকে নামায পড়তে হবে।