As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 232

সুন্নাত

প্রকাশকাল: 18 সেপ্টে. 2006

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: জান্নাতে যাওয়ার জন্য হাদিসের আলোকে কিছু কাজের কথা জানতে চাঁই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পুরুরষেরা স্বর্ণের অলংকার পরতে পারবে না কিন্তু মহিলাদের জন্য স্বর্ণালংকার পরার কোন নিষেধাজ্ঞা হাদীসে নেই। নিচের হাদীসদুটি লক্ষ্য করুন: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِى حَبِيبٍ عَنْ أَبِى أَفْلَحَ الْهَمْدَانِىِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ – يَعْنِى الْغَافِقِىَّ – أَنَّهُ سَمِعَ عَلِىَّ بْنَ أَبِى طَالِبٍ – رضى الله عنه – يَقُولُ إِنَّ نَبِىَّ اللَّهِ -صلى الله عليه وسلم- أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِى يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِى شِمَالِهِ ثُمَّ قَالَ ্র إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِى হযরত আলী রা. বলেন, একদা নবী সা. রেশম তুল ধরলেন এবং সেটা ডান হাতে রাখলেন ও এবং স্বর্ণ তুলে ধরলেন এবং সেটা বাম হাতে রাখলেন। অত:পর বললেন, অবশ্যই এই দুটি বস্তু আমার উম্মাতের পুরুষদের জন্য হারাম। সুনানু আবু দাউদ, হাদীস নং ৪০৫৯; সুনানু নাসায়ী হাদীস নং ৫১৪৪-৪৫-৪৬। হাদীসটি সহীহ। শায়খ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِى هِنْدٍ عَنْ أَبِى مُوسَى الأَشْعَرِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِى وَأُحِلَّ لإِنَاثِهِمْ অর্থ: আবু মুসা আশয়ারী রা. বলেন, রেশমের পোশাক ও স্বর্ণালংকর আমার উম্মতের পুরুষদেন জন্য হারাম করা হয়েছে আর মহিলাদের জন্য হালাল করা হয়েছে। সুনানু তিরমিযী, হাদীস নং ১৮২৪। ইমাম তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ। শায়খ আলবানী রহ. বলেছেন, সহীহ। এই সহীহ হাদীসদুটির মাধ্যমে স্পষ্ট যে, মহিলাদের জন্য স্বর্ণালংকার পরা জায়েজ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন।