আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2190

আখিরাত

প্রকাশকাল: 28 জানু. 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন, ১) মানুষের মরন কে কেন্দ্র করে যে খতম যেমন কালেমা, ইউনুস, কুরআন খতম দেওয়ার প্রচলন আমাদের সমাজে আছে, কুরআন সুন্নাহর আলোকে জানতে চাই? ২) এই খতমের সব সওয়াব কে পাবে, যে কবরে আছে সে পাবে নাকি যে তা পড়ছে সে পাবে, নাকি দুইজনই সমান সওয়াব পাবে কুরান সুন্নাহর আলকে জানতে চাই? দয়া জানাবেন।

উত্তর

এই খতমের সওয়াব মৃত ব্যক্তি পাবে বলে কুরআন-সুন্নাহতে কোন দলীল নেই।যিনি পড়ছেন তার নিয়তো যেহেতু সুন্নহসম্মত না তাই সেও পাবে বলে মনে হয় না।সুতরাং এগুলো ত্যাগ করা উচিত। নিচে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহ.এর একটি ভিডিও লিংক দিচ্ছি, ওটা দেখে নেবেন।

Kobore Pase Quran Teloat? (কবরের পাশে কুরআন তেলাওয়াত) ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর