As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2181

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 Jan 2012

প্রশ্ন

স্যার আমি খারাপ অবস্থায় পরে হতাশ হইতে হইতে এক সময় তাবিজে বিসসাশি হয়ে গেসিলাম এমনকি আমি কুফরি তাবিজ ও করসিলাম।আমার মনে হইসিল আমার আর কিছু করার নাই আর এইটা ছাড়া ।আর নয়তোআমাকে মরে যেতে হবে। যদিও আমি তাবিজ করেও সফল হই নি। । । ।কিন্তু এখন আমি অনুতপ্ত। এই গুনাহ এর কি মাফ আছে?

উত্তর

অবশ্যই মাফ হবে। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করুন এবং মাফ চান। অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমা করবেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।