As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2161

আদব আখলাক

প্রকাশকাল: 30 Dec 2011

প্রশ্ন

আস-সালামু আলাইকুমو আমার প্রশ্ন হল: আমরা যুবকরা কিভাবে গোনাহমুক্ত জীবনযাপন করতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যুবকদের জন্য গোনাহ থেকে মুক্ত থাকার উপায় হলো যে পরিবেশে গোনাহ হয় সে পরিবেশ বর্জন করা। কুরআন-হাদীস, ইসলামী বই নিয়মিত পড়া, জাহান্নামের ভয়াবহতার বিষয়ে বার বার পড়া, এবং শোনা।সর্বপরি একজন ভাল আলেমের পরামর্শে জীবনজাপন করা। এগুলো করলে আশা করি গুনাহমুক্ত থাকা যাবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।