ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনি মনে হয় জানেন না, শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. স্যার গত ১১মে ২০১৬ তারিখে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। আমরা তার জন্য আল্লাহর কাছে দুআ করি আল্লাহ যেন তাকে ভাল রাখেন। আপনার প্রশ্নের উত্তর হলো, আপনার স্ত্রীর বড় বোনকে কোন মাহরাম পুরুষের সাথে যেমন, ছেলে, পিতা, মামা এদের সাথে ওমরা করতে যেতে হবে। একাকী বা মাহরাম পুরুষ ছাড়া যেতে পারবে না।