আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2008

ইতিহাস

প্রকাশকাল: 30 জুলাই 2011

প্রশ্ন

ভোরের আযানে আসসালাতু খাইরুম মিনান নাওম বাক্যটি মহানবী (সা) এর আমলে ছিল না। বরং দ্বিতীয় খলিফা হজরত ওমর রাঃ এই বিদয়াত চালু করেন। [রেফারেন্সঃ Muwatta of Malik, Book 3, Hadeeth Number 3.1.8; Al-Farooq by Allama Shibli No mani, page 295, published in Karachi; Muwatta Imam Malik, Dhikr e Adhan. Izalatul Khifa, volume 3, page 328, Sunan e Adhan; Kanz al Ummal volume 4, page 270, Dhikr e Adhan; Seerat al Halabiyah, volume 2, page 303, Dhikr e Adhan; Nail al-Awtar, volume 2, page 43; Sunan al-Kubra, page 425, by al-Beyhaqqi; Tareekh Baghdad, volume 9, page 409; Mishkat al Masabeeh, Volume 1 page 142 মোয়াত্তাতে যা লেখা আছে তা এখানে তুলে ধরছি- একদিন ভোরে মুয়াজ্জিন এসে হজরত ওমরকে ডাকতে লাগল। হজরত ওমর তখন ঘুমাচ্ছিলেন। তো মুয়াজ্জিন তাঁকে ডাকতে লাগলেন এবং বললেন আসসালাতু খাইরুম মিনান নাওম, নামায নিদ্রার থেকেও উত্তম। হজরত ওমরের এই বাক্যটি খুব ভালো লাগল এবং তার পর থেকে তিনি ভোরের আযানের সাথে এই বাক্যটি যুক্ত করার আদেশ দিলেন। এটা কি সত্যিই?

উত্তর

ভোরের আযানে আসসালাতু খাইরুম মিনান নাওম বাক্যটি মহানবী (সা) এর আমলে ছিল। রাসূলুল্লাহ সা. নিজেই এটা শিক্ষা দিয়েছেন। একাধিক সাহাবী থেকে সহীহ সনদে এটি বর্ণিত। সুনানু আবু দাউদ, হাদীস নং ৫০০, ৫০১; সুনানু নাসাই, হাদীস নং ৬৪৭, সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৭১৬। শায়খ শুয়াইব আরনাউত রহ., শায়খ আলবানী রহ.সহ সকল মুহাদ্দিস হাদীসটিগুলোকে সহীহ বলেছেন।