As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1977

বিবিধ

প্রকাশকাল: 29 Jun 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, জনাব আমি কিভাবে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এর বইগুলির PDFপেতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমাদের ওয়েবসাইডে বই নামক স্থানে ক্লিক করুন এরপর ফিকহ ও আমল নামক স্থানে ক্লিক করুন। প্রথমে রাহে বেলয়াত এর ষষ্ঠ অধ্যায় আছে এটা দেখে ধোকা খাবেন না। কয়েকটি বই পরে পুরো রাহে বেলায়াত আছে। সেখান থেকে ডাউনলোড করে নিবেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।