আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 196

যিকির দুআ আমল

প্রকাশকাল: 13 আগস্ট 2006

প্রশ্ন

মুহতারাম আস সালামু আলাইকুম। আমার প্রশ্ন: নজর থেকে বাচার জন্য কোন জিনিসের মাধ্যমে শিশূদের ঝাড়-র্ফুক করা, যেমন—শুকনা মরিচ, কপালে কাল টিপ দেয়া — এ ব্যাপারে ইসলামে কোন বাধা আছে কি? থাকলে হাদিস এর রেফারেঞ্চ সহ জান্তে চাই।

উত্তর

বদ-নযর থেকে শিশুকে বাঁচানোর জন্য সূরা ফালাক, সূরা নাস পড়ে ঝাড়ফুঁক করতে পারেন। এছাড়াও আরো কিছু দোয়া হাদীস শরীফে উল্লেখ আছে। বিস্তারিত জানতে দেখুন রাহে বেলায়াত (মার্চ-২০১৩ইং সংস্করন), শেষ অধ্যায়। কপালে টিপ পরার মাধ্যমে শিশুর কোনই উপকার হয় না। এটা একটি কুসংস্কার। এটা পরিহার করতে হবে।