As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 185
খাবারের পর প্লেটে যদি কিছু খাবার থেকে যায়, খাবারে অরুচির কারণে যদিও জানি খাবর সম্পূর্ন শেষ করার কথা ইসলামে বলা আছে। আর প্লেটের সেই অবশিষ্ট খাবার যদি কোনো পশু/পাখিকে খাওয়ানো হয়,এই ক্ষেেএ ইসলাম কি বলে?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 185

প্রশ্ন

খাবারের পর প্লেটে যদি কিছু খাবার থেকে যায়, খাবারে অরুচির কারণে যদিও জানি খাবর সম্পূর্ন শেষ করার কথা ইসলামে বলা আছে। আর প্লেটের সেই অবশিষ্ট খাবার যদি কোনো পশু/পাখিকে খাওয়ানো হয়,এই ক্ষেেএ ইসলাম কি বলে?

উত্তর

না, এক্ষেত্রে কোন পশু-পাখিকে খাওয়ালে কোন অসুবিধা নেই।