As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1830

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 Feb 2011

প্রশ্ন

আমি একজন হানাফি, সালাত আদায় করার সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতি কোনটি?
১) আহলে হাদিস ভাইদের কথা শুনে ও বুখারি শরিফ পড়ে বিতির নামায ১ রাকাত পড়ি –এটা কি ভূল?
২) নামাজ এর শেষে মুনাজাত থেকে বিরত থাকি, শুনেছি এটো বিদাতি কাজ, আমার জানা কি ঠিক?
এইগুলি আমার মনে হয় খুব সাধারণ সমস্যা, যদি সঠিক ভাবে জান্তে পার্তাম তাহলে আমল কর্তে অনেক সুবিধা হত।

উত্তর

হানাফী মাজহাবে যেভাবে সালাত আদায় করতে বলা হয়েছে সেটা সুন্নাহ সম্মত। তেমনি অন্য মাজহাবের নামাযগুলোও সুন্নাহ সম্মত। আপনি বুখারী শরীফ পড়ে নামায বদলাতে শুরু করেছেন, এটা ভাল উদাহরণ নয়। এভাবে নিজে নিজে সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। বুখারী শরীফের কোথায় আছে আগে কোন নফল নামায না পড়ে এক রাকআত বিতর পড়ার কথা? বিতর তিন রাকআত পড়াই এক রাকআত থেকে উত্তম বলে মনে হয়। মুনাজাত নামাযের অংশ নয় সুতরাং মুনাজাত নিয়ে বাড়াবাড়ী নিস্প্রয়োজন। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0019 নং প্রশ্নের উত্তর। আপনি যেভাবে নামায আদায় করছিলেন সেভাবেই করুন। যাতে ঝামেলা এড়াতে পারেন।প্রয়োজনে 01734717299

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।