আসসালামু আলাইকুম, স্যার। আমি সিফাত, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড ঢাকা, তে ৪র্থ বর্ষে পড়ছি। একটা ব্যাপারে আপনার সাহায্য দরকার। আবু জেহেল বদরের যুদ্ধের আগে কাবার গিলাফ ধরে যে দুয়া করেছিল, এই হাদীসটা বুখারী, আস-সাহীহ এর কোন কিতাব, ও কোন বাব এ আছে আমাকে একটু জানাবেন কি? আমার কাছে ইসলামিক ফাউন্ডেশন ও তাওহীদ পাবলিকেশন উভয় সংস্করণই আছে, আলহামদুলিল্লাহ। ওয়াসসালাম।