As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1764

আকীকা

প্রকাশকাল: 28 Nov 2010

প্রশ্ন

আসসালামালাইকুম স্যার ….আমি ছোটবেলায় হুজুরের কাছে নামাজ কুরআন শিখেছিলাম…..কিন্তু তারপর আর নামাজ পরি নি.রোজাও রাখি নি. এখন আমার বয়স বিশ…এখন নিয়মিত নামাজ রোজা আদায় করছি….আগের জন্য কি করব?এই গুলোর বলে কাজা হয় না অনেকে বলেন.নফল দারা পুর্ন করতে হয় …এটা কি ঠিক?কাজা কিভাবে করব…
আকিকা
আমার ছোট বেলায় বাবা আমার আকিকা না করেই নাম দিয়েছিলেন খাদিযা বেগম …আমি পরে মাতবুরি করে অষ্টম শ্রেণিতে উঠে নুপুর লাগিএছি সাথে…এখন আমার স্মার্ট কার্ডেও খাদিযা বেগম নুপুর লিখা…আমি চাই খাদিযা বেগম নামটাই আমার থাক…এখন আকিকা কোন নামে দিব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আগের বাদ পড়া নামাযগুলো প্রতিদিন কিছু কিছু করে কাজা আদায় করুন। প্রতিটি রোজার বদলে একটি রোজা কাজা করুন। এবং ইচ্ছাকৃত নামায-রোজা ছাড়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন। আশা করি আল্লাহ তায়ালা আপনাকে ক্ষমা করে দিবেন। আকীকা কী নামের পক্ষ থেকে দিবেন না আপনার নিজের পক্ষ থেকে দিবেন? নাম এখানে কোন বিষয়ই না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।