As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1750

হালাল হারাম

প্রকাশকাল: 14 Nov 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একটা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকুরী করি যেখানে ছেলে-মেয়েদেরকে একসাথে পড়ানো হয়। আমি জানি এই কাজটা হারাম। আমার প্রশ্ন— আমার উপার্জন কি হারাম হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা সত্য যে, এখন চাকুরী পাওয়া কঠিন। তবে আল্লাহ কুরআনে বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। সুরা ত্বলাক, আয়াত নং ২। সুতরাং আপনি দ্রুত এই চাকুরীটি ত্যাগ করে অন্য কোন সচ্ছ কর্ম খুুঁজুন। কাজ যদি হারাম হয় তাহলে ঐকাজ থেকে উপার্জিত অর্থ কী হবে সেটা তো সহজ কথা। আমরা আল্লাহর কাছে দুআ করি তিনি আপনার পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।