As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1724

বিবিধ

প্রকাশকাল: 19 Oct 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম… পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা… আমার নাম লিটু আনাম বচন… আমি এবার হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর এ কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হয়েছি… আমাকে দিনাজপুরে প্রায় বছর থেকে পড়াশুনা করতে হবে… আর একাডেমীক পড়াশুনার পাশাপাশি আমি আরবি ভাষা শিখতে চাই… এখানে আমার পরিচিত কেউই/কিছুই নেই… তাই আমার করণীয় কি বা কি কি পড়তে হবে শিখার জন্য বা কাদের দ্বারা সাহায্য পাবো যদি পরামর্শ দিতেন তাহলে উপকৃত হবো…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি স্থানীয় কোন কওমী মাদ্রাসার সাথে যোগাযোগ করুন। সেখান থেকে আশা করি আপনি একটি পথের সন্ধান পাবেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।