As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1688

বিবিধ

প্রকাশকাল: 13 Sep 2010

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম….. আমার ভাগিনা হাফেজ পড়াশোনা করসে ১ পারা মুখস্ত করেছে, এখন আমি চাই সহিহ আকিদায় দ্বীন শিক্ষার জন্য কোন ভাল প্রতিষ্ঠানের মাধ্যমে আমার ভাগিনাকে হাফেজ বানাতে চাই, এই বিষয় বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমাদের ঝিনাইদহ ছাড়া আর কোথাও হিফজ শাখা নেই। আর এখানেও বর্তমানে হিফজ শাখায় ভর্তি বন্ধ। তারপরও যোগাযোগ করতে পারেন এই নাম্বারো 01913918328

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।