As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1684

যাকাত

প্রকাশকাল: 9 Sep 2010

প্রশ্ন

জনাব, আমি ২০১৬ এর ফেব্রূয়ারি থেকে চাকুরী তে আছি। যা পেতাম তাই খরচ হয়ে যেত। জুন মাসে বোনাস সহ আমি প্রায় ৬০ হাজার টাকা পাই। অক্টোবর মাসে আমি একটা ব্যবসা তে ৬০ হজার টাকা বিনিয়োগ করি। জানুয়ারী শেষে বিনিয়োগ ৯০ হাজার টাকা হয়। ২০১৭ এর জানুয়ারীতে আমার হাতে ৬ হাজার টাকা থাকে সর্বসাকুল্যে। মাসিক বেতন যা পাই তা জমতে জমতে এখন আমার কাছে প্রায় ৭০ হাজার টাকা আছে এবং ধার বাবত আরো ২০ হাজার টাকা পাই। আমি এর মাঝে কিছু এতিম খানা এবং গরীবকে ৭ থেকে ৮ হাজার টাকা দিয়েছি। কি আগে যেসব টাকা দিয়েছি সেগুলো কি যাকাত হিসেবে ধরতে পারবো? আপনার মতামত জানতে চাচ্ছি? আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। আমিন।

উত্তর

আপনার প্রশ্নটা খুব জটিল ভাষায় হয়েছে। আমার মনে হচ্ছে এখন আপনার ব্যবসায় আছে ৯০ হাজার টাকা। নগদ আছে ৭০ হাজার আর ধার পাবেন ২০ হাজার টাকা। মোট ১লক্ষ ৮০ হাজার টাকা। যদি এমন হয় তাহলে আপনাকে মোট ১ লক্ষ ৮০হাজার টাকার যাকাত দিতে হবে। পূর্বে যে টাকা দান করেছেন যাকাতের নিয়ত না থাকায় তা দ্বারা যাকাত আদায় হবে না। আপনাকে এখন যাকাত আদায় করতে হবে। প্রয়োজনে 01734717299

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।