As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1647

তাফসীর

প্রকাশকাল: 3 Aug 2010

প্রশ্ন

আসসালামুআলাইকুম। 1. আমি একটি বাংলা অথ সহ কোরআন শরীফ কিনব। আপনাদের কাছে জানার আগ্রহ হল: কোরআন শরীফ ভালো বাংলা অনুবাদ করা হয়েছে, এমন একটি অনুবাদকের নাম বললে আমার জন্য ভালো হত। 2. কোরআন শরীফ এর ভালো তাফসীর করা হয়েছে এমন 2-1 টি তাফসীরের নাম বলুন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি তকী উসমানী হাফিজাহুল্লাহ লিখিত তাহওযীহুল কুরআন কিনতে পারেন। ২। তাফসীরে হিসাবে তাফসীরে ইবনে কাসীর পড়তে পারেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।