As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1624

তাওহীদ

প্রকাশকাল: 11 Jul 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাঃ) স্যার এর বঙ্গানুবাদ ইমাম আবু হানিফার রচিত আল ফিখুল আকবর বইটি পড়েছি কিন্তু আমাকে কিছু আলেম বলছেন এই বইটি ইমাম আবু হানিফা (রাঃ) কিতাব এটা প্রমাণিত নয়, আসলে এর কোনটা সত্য তা জানতে চাচ্ছিলাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই কিতাবটি যে আবু হানীফা রাহ. লিখিত তাতে কোন সন্দেহ নেই। তবে এই কিতাবটির নাম মূলত কী তা নিয়ে মতভেদ আছে। এই বিষয়ে ভূমিকার মধ্যে স্যার রহ. আলোচনা করেছেন, আপনি অনুগ্রহ করে সেটা দেখে নিন। আশা করি আপনার প্রশ্ন দূর হয়ে যাবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।