ওয়া আলাইকুমুস সালাম। চুল চার ভাগের একভাগ কেটে ফেললে দম দিতে হবে। এর চেয়ে কম কাটলে সদকাহ করতে হবে। এটা হানাফী মাজহাবের অভিমত। ইমাম মালেক রহ. বলেন, পুরো চুল কেটে ফেললে দম দিতে হবে আর শাফেয়ী রহ. বলেন, চুল কাটলেই দম দিতে হবে। কম হোক বা বেশী হোক। ফাতুহুল কদীর লি কামাল ইবনে হুমাম, ৫/৩৯৩। আর সেলাইযুক্ত কাপড় যদি একদিন পরে তাহলে তার উপর দম দিতে হবে। আর এক দিনের কম হলে সদকাহ দিতে হবে। অবশ্য ইমাম আবু ইউসুফ রহ. বলেছেন, দিনের বেশীর ভাগ সময় সেলাইযুক্ত কাপড় পরলে দম দিতে হবে। আল-যাহরুন নায়্যিরাহ, ২/১৪২।