As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1576

যাকাত

প্রকাশকাল: 24 May 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম…আমার প্রশ্ন হল, আমার ভাই কিছু দেনা রেখে মৃত্যু বরন করেছেন। আমাকে যে টাকা যাকাত দিতে হবে, সেই যাকাতের টাকা দিয়ে তার দেনা পরিশোধ করা যাবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার ভাইয়ের সম্পদের যারা ওয়ারিস হয় এমন কাউকে যেমন, তার ছেলে বা মেয়েকে আপনার যাকাতের টাকার মালিক বানিয়ে দিন। সে আপনার ভাইয়ের দেনা শোধ কর দেবে। যিনি যাকাতের টাকা নিবেন তাকে অবশ্যই যাকাতের টাকা নেয়ার মত গরীব হতে হবে। মৃতব্যক্তিকে যাকাত দেয়া যায় না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।