As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1570

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 May 2010

প্রশ্ন

ছেলেরা মা এর মত হলে,ভাগ্য ভালো হয় । আর মেয়েরা বাবার মত হলে ভাগ্য ভালো হয়। মানুসের মুখের কথা ফল ঠিক দেখা যায়. আসলে কি?

উত্তর

এসব কথা ঠিক নয়। ফল ঠিক দেখা যায় এটাও ঠিক নয়।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।