আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 156

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 জুলাই 2006

প্রশ্ন

বাসর রাতের শরীয়তসম্মত আমল কি কি?

উত্তর

বাসর রাতই দম্পতির জীবনের শ্রেষ্ঠতম আনন্দঘন রাত। মানবীয় প্রকৃতির স্বাভাবিক প্রেররণায় নবদম্পতি পরস্পরকে আপন করে নেবে। তবে শুরুতেই দুআ করার নির্দেশ দেয়া হয়েছে হাদীস শরীফে। বর তার নববধূর মাথার সম্মুখভাবে হাত রেখে আল্লাহর নাম নেবে এবং আল্লাহর কাছে নববধুর কল্যান কামনা করে এবং সকল অকল্যান থেকে আশ্রয় চেয়ে দুআ করবে। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. এবং অন্যান্য সাহাবী পরামর্শ দিয়েছেন যে, স্বামী নববধুকে পিছনে নিয়ে একত্রে দু রাকআত সালাত আদায় করে আল্লাহর কাছে সম্প্রীতি, বরকত ও কল্যানের জন্য দোয়া করবে। বিস্তারিত জানার জন্য পড়ুন শায়খ নাসির উদ্দিন আলবানী রহ. রচিত আদাবুয যিফাফ বইটি।