As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1505

হালাল

প্রকাশকাল: 14 মার্চ 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একটি বেসরকারি কোম্পানিতে হিসাবরক্ষক পদে চাকরি করি, আমাদের কোম্পানিটি একটি গার্মেন্টস পন্য উৎপাদনকারী একটি টেক্সটাইল কোম্পানি, বর্তমানে প্রায় প্রতিটি কোম্পানিতে ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে জামানত হিসাবে কিছু ফিক্সড ডিপোজিট করা লাগে, আমাদের কোম্পানিতে এ রকম কিছু এফ ডি আর বা ফিক্সট ডিপোজিট আছে, এছাড়াও আমাদের কোম্পানির লাভের কিছু অংশ এফ ডি আর করা আছে ও কিছু লোন আছে, যেহেতু আমি হিসাবরক্ষক তাই এই এফ ডি এর সুদ ও লোনের সুদের হিসেব আমার রাখতে হয়। আমার প্রশ্ন হলো,
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.
রাসূল সা. সুদ দাতা, গ্রহীতা, লেখক, সাক্ষীদ্বয় সবার উপর লানাত দিয়েছেন এবং বলেছেন, তারা সবাই সমান। সহীহ মুসলিম, ৪১৭৭। আমি উপরে লিখেছি আমাদের কোম্পানিটি টেক্সটাইল কোম্পানি, তাহলে কি আমিও এই পাপের অন্তর্ভুক্ত হবো কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদের হিসাব রাখলে উক্ত হাদীসের পাপের অন্তর্ভূক্ত হবে। তবে এই কোম্পানীর অন্য পদে চাকুরী করতে কোন সমস্যা নেই। সরাসরি সুদের সাথে যুক্ত এমন কাজ থেকে বিরত থাকতে হবে।