As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1500

জুমআ

প্রকাশকাল: 9 মার্চ 2010

প্রশ্ন

মসজিদ স্থানান্তরিত করার হুকুম কি? মসজিদ স্থানান্তরিত করা হলে সেই মসজিদে নামাজ হবে না। এ কথা কি সত্য?

উত্তর

প্রয়োজনে মসজিদে স্থানান্তর করতে সমস্যা নেই। স্থানান্তরিত মসজিদ অন্যান্য মসজিদের মতই, নামাযে সমস্যা নেই। তবে পূর্বে মসজিদ যেখানে ছিলে সেই জায়গা মসজিদ হিসেবে থাকবে, সেটা পবিত্র রাখতে হবে। এই বিষয়ে ভিন্নমতও আছে। তবে মসজিদ হিসেবে পবিত্র রাখার মধ্যেই অধিক সতর্কতা।