As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1462

তারাবীহ

প্রকাশকাল: 30 জানু. 2010

প্রশ্ন

ইমাম আবু হানিফা (রহমাতুল্লাহ) এর যত জীবনী বই এবং ইন্টারনেট ডকুমেন্ট পাওয়া যায়, প্রায় সবখানে বলা থাকে, তিনি রমজানে দিনে একবার রাতে একবার কোরান খতম করতেন, রসুল (সাঃ) যেখানে উনার এক সাহাবীকে (রাঃ) তিন দিনের কমে শেষ করতে অনুমতি দেননি, সেখানে এই আমলের গুরুত্ব কি? আর আসলে এক রাতে কোরান খতম দেওয়া সম্ভব নাকি ৯-১০ ঘন্টায়? আমার প্রশ্ন, ইমামে আজম সম্পর্কে এইরকম এট্রিবিউশন গুলো কি সত্য? না হলে যারা এই মিথ্যা দেদারছে প্রচার করে তাদের মাকছাদ কি?

উত্তর

এটা ঠিক যে, এই কথাটি ইমাম আবু হানীফা রহ. ক্ষেত্রে ব্যাপকভাবে প্রচলিত। তবে কোন গ্রহনযোগ্যসূত্রে এই কথাটির সত্যতা আমরা পাইনি। এই কথা বলে যারা ইমাম আবু হানীফা রহ. মর্যাদ বৃদ্ধি করতে চান তারা আসলে না বুঝে এমনটি করেন। হাদীসের পূর্ণ অনুসরনের মধ্যেই রয়েছে প্রকৃত মর্যাদা। আমাদের সকলের হাদী্সই অনুসরণ করা উচিত।