As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 146

শিরক-বিদআত

প্রকাশকাল: 24 Jun 2006

প্রশ্ন

প্রিয় স্যার, আচ্ছালামু আলাইকুম, আমাদের দেশে প্রায় সকল মসজিদের মেহরাবে এক পার্শ্বে আল্লাহ অপর পার্শ্বে মুহাম্মদ (ﷺ) লেখা থাকে। এই লেখাটা ঠিক কি না? এছাড়া উক্ত নামের নীচেই কাবা এর ছবি এবং রওজা মুবারকের গম্বুজ ও থাকে। এটা কি শরীয়ত সম্মত কি না। মসজিদে হারাম ও মসজিদে নববীতে অনুরুপ কিছু লেখা/ছবি আছে কি? মোঃ জাহিদুল আলম

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এরূপ লেখা ঠিক নয়। (লা ইলাহা ইল্লাল্লাহু) ও (মুহাম্মাদুর রাসূলুল্লাহ) দুটি বাক্য লেখা যেতে পারে, তবে সালাতে দাঁড়ালে মুসল্লীর নজরে পড়ার স্থানের উপরে লেখা উচিত। কেবলার দিকে এরূপ ছবি রাখাও ঠিক নয়। মসজিদে ননবীতে মাথার উপরে পিলার ও ঝাড়বাতিতে (লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ) লেখা আছে এবং আরো অনেক আয়াত ও হাদীস লেখা আছে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।