As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 129
amar question ta holo: আমি এবং আমার স্ত্রী, আমার শ্বশুর এর বাসায় খাওয়া দাওয়া করি। আমার শ্বশুর এর উপার্জিত অর্থের উপর কিছুটা সন্দেহ আছে আমার হালাল হারাম এর বিষয়এ। তার বাসার এই খাদ্য খাওয়ার ফলে আমদের (আমি এবং আমার স্ত্রী) কি কোন ক্ষতি হচ্ছে? উপার্জিত অর্থের দারা খাদ্য হালাল-হারাম

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 129

প্রশ্ন

amar question ta holo: আমি এবং আমার স্ত্রী, আমার শ্বশুর এর বাসায় খাওয়া দাওয়া করি। আমার শ্বশুর এর উপার্জিত অর্থের উপর কিছুটা সন্দেহ আছে আমার হালাল হারাম এর বিষয়এ। তার বাসার এই খাদ্য খাওয়ার ফলে আমদের (আমি এবং আমার স্ত্রী) কি কোন ক্ষতি হচ্ছে? উপার্জিত অর্থের দারা খাদ্য হালাল-হারাম হয়ে যাওয়া এই বিষয়ে বিস্তারিত বললে ভাল হতো।

উত্তর

সহীহ হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, دع ما يريبك إلى ما لا يريبك অর্থ: যা তোমাদের সন্দেহে ফেলে দেয় তা পরিহার করে যা সন্দেহে ফেলে না তা গ্রহন কর। সুতরাং সন্দেহ হলে আপনার জন্য এখানে খাবার খাবেন না খাওয়াই উত্তম। আস-সুন্নাহ ট্রাস্টের স্টুডিও এর কার্যক্রম শুরু হলে উপার্জিত অর্থের দ্বারা খাদ্য হালাল-হারাম হয়ে যাওয়া বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লহ।