As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1279

হাদীস

প্রকাশকাল: 31 জুলাই 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। অহংকার,হিংসা,রিয়া এগুলো থেকে বাচার কোন সহীহ দোয়া থাকলে জানাবেন। আবদুল্লা জাহাঙ্গীর স্যারের বই পড়েছি কিন্তু একটা বিষয় ক্লিয়ার হতে পারছি না। ফরজ নামাজের পড়ে একা একা হাত তুলে দোয়া করলেও কি বিদআত হবে? উল্লেখ্য হাত তুলে দোয়া করতে মনের আকুতি মিনতি ভালভাবে প্রকাশ করা যায়

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এগুলো থেকে বাাঁচার একটি উপায় সহীহ হাদীসে বলা হয়েছে আর তা হলো পরস্পর সালাম দেয়া। এর বাইরে কোন দুআ আছে কি না আমাদের জানা নেই। ফরজ নামাজের পরে একা একা হাত তুলে দোয়া করলে কি বিদআত হবে না।