As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 127

হাদীস

প্রকাশকাল: 5 Jun 2006

প্রশ্ন

মায়ের দিকে নেক নজরে তাকালে কবুল হজ্বের সয়াব পাওয়া যাই, কথাটা ঠিক।

উত্তর

এই মর্মে একটি হাদীস শুয়াবুল ইমান গ্রন্থে উল্লেখ আছে। তবে হাদীসটি যয়ীফ অথবা জাল। হাদীসটি হলো, أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا مِنْ وَلَدٍ بَارٍّ يَنْظُرُ نَظْرَةَ رَحْمَةٍ إِلَّا كَتَبَ اللهُ بِكُلِّ نَظْرَةٍ حَجَّةً مَبْرُورَةً ، قَالُوا: وَإِنْ نَظَرَ كُلَّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ ؟ قَالَ: نَعَمْ، اللهُ أَكْبَرُ وَأَطْيَبُ অর্থ: রাসূলুল্লাহ সা. বলেছেন, যখন কোন সৎ সন্তান রহমতের দৃষ্টিতে তার পিতা-মাতার দিকে তাকায় তখন আল্লাহ তায়ালা তার জন্য একটি কবুল হজ্বের সওয়াব লিখেন। সাহাবীরা বললেন, যদি প্রতিদিন একশ বার তাকায়? তিনি বললেন, হ্যাঁ। আল্লাহু আকবার। শুয়াবুল ঈমান লিল বায়হাক্কী, হাদীস নং৭৪৭২। হাদীসটির হুকুম সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, সিলসিলাতুয যয়ীফাহ, হাদীস নং৬২৭৩। সম্ভবত প্রশ্নেক্ত কথাটি এই হাদীস থেকেই এসেছে। তবে হাদীসটি যেহেতু সহীহ বা হাসান পর্যায়ের নয় তাই দলীল হিসাবে বিবেচিত হবে না। আল্লাহ তায়ালা ভাল জানেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।