আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 125

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 জুন 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়েখ আমার প্রশ্ন হল নিজের পিতাকে ছাড়া অন্য কাউকে পিতা ডাকা নিষেধ হলে । আপন শ্বশুর কে বাবা অথবা আব্বু বলা যাবে কি? আমার বাবা আমাদের দুই ভাই বোন কে রেথে মারা যায়। তার পর আমার দাদা আমার মাকে আমার ছোট চাচা সঙ্গে বিয়ে দেন। এখন তার সংসারেই আছি। তাকে আমরা বাবা ডাকতে পারবো কি না? একটু ব্যাখা করে বলবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। শ্বশুর সম্মানসূচক আব্বা বলা যাবে আর চাচাকেও আব্বা বলা যাবে বলা যাবে, কারণ সূরা বাকারার ১৩৩ নং আয়তে চাচাকে ও দাদাকে পিতা হিসাবে বলা হয়েছে। আমরা আশা করছি আস-সুন্নাহ ট্রাস্ট স্টুডিও কার্যকর করতে পারলে আমরা আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর ভিডিও ক্লিপের মাধ্যমে প্রচার করর, ইনশা আল্লাহ। আপনারা দুআ করুন।