As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1247

মানত

প্রকাশকাল: 29 Jun 2009

প্রশ্ন

ami govt job kori..job pabar age manot korechilam job pele rajarbagh dorbarshorif a 1st month er salary theke 8000 taka dibo. kintu ajo dewa hoye otheni. akhn amr ki koronio?

উত্তর

আপনি উক্ত মান্নত করার দ্বারা চরম অপরাধ করেছেন। প্রথমত: রাজারবাগীরা কঠিন শিরক ও বিদআতে লিপ্ত। সুন্নাত অনুসারী আলেমগণ তাদের ভ্রষ্ট ও ভ্রষ্টতার প্রচার এবং প্রসারকারী হিসাবে বিবেচনা করে। তাদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখা জায়েজ হবে না। দ্বিতীয়ত: মান্নত আল্লাহ তায়ালার নামে করতে হয়। কোন দরবার বা মসজিদে নয়। কোন দরবারে বা মসজিদে বা অন্য কোথাও মান্নত করা সুস্পষ্ট শিরক। তৃতীয়ত: আপনার করা মান্নত নাজায়েজ হওয়ার কারণে আপনাকে মান্নত পূর্ণ করতে হবে না। চতুর্থত: আল্লাহ তায়ালার শুকরিয়া হিসাবে কিছু টাকা আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন। সেটা হতে পারে কোন মাদ্রসায় দান কিংবা কোন গরীব মানুষকে সদকা, মসজিদ বা অন্য কোন প্রতিষ্ঠানে সহায়তা ইত্যাদি।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।