As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1109

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 11 Feb 2009

প্রশ্ন

ফজরে ঘুম থেকে উঠে দেখি পরনের গেঞ্জি / লুঙ্গির মধ্যে মশার রক্ত লেগে আছে। আর উক্ত জামা পরিবর্তন না করেই নামাজ পরে ফেলছি। প্রশ্ন হল এতে করে কি নামাজ আদায় হয়েছে?
মশার রক্ত জামায় লেগে জাওয়া নিয়ে ভিন্ন কোন মাসালা থাকলে আশা করি জানাবেন?

উত্তর

আপনার নামায সহীহ হয়েছে। চিন্তা করার দরকার নেই। মশার রক্তে কোন সমস্যা নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।